চীনা ও সেশেলসের প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক
2024-09-03 11:23:36

সেপ্টেম্বর ৩: গতকাল (সোমবার) বিকেলে বেইজিং সফররত সেশেলসের প্রেসিডেন্ট ওয়াওয়েল রামকারওয়ান গণ-মহাভবনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এসময় দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারি সম্পর্কে উন্নীত করার ঘোষণা করেছেন দু’নেতা।

বৈঠককালে সি বলেন, চীন ও সেশেলসের মৈত্রী পাহাড় ও সমুদ্র অতিক্রম করেছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ছোট ও বড় দেশের মধ্যে আন্তরিক বন্ধুত্ব, সমান সহাবস্থান ও পারস্পরিক উপকারিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। দু’দেশের উচিত পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ ও উদ্বেগের ইস্যুতে সমর্থন দেওয়া, কৌশলগত আস্থা, অভিন্ন উন্নয়ন, অভিন্ন নিরাপত্তা ও ঐতিহ্যিক মৈত্রী অব্যাহতভাবে উন্নত করা। চীন ও ভারত মহাসাগর এলাকার উন্নয়ন সহযোগিতা ফোরামে সেশেলসের অংশগ্রহণে স্বাগত জানায় বেইজিং। যাতে সমুদ্র সম্পদের টেকসই উন্নয়নে সেশেলসের সমুদ্র অর্থনীতির সুপ্তশক্তি ইতিবাচক চালিকাশক্তিতে রূপান্তর করা যায়। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সেশেলসের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক, সেশেলসের জলদস্যু ও অপরাধের দমনে সহায়তা দেবে এবং দু’দেশের সরাসরি বিমান চালু করার আশা করে বেইজিং। যাতে আরো বেশি সেশেলসের শিক্ষার্থী চীনে পড়াশোনা করতে পারে এবং দু’দেশের পর্যটকদের যাতায়াত সহজ হয়।

সি জোর দিয়ে বলেন, চীন ও আফ্রিকার সহযোগিতা যে কোনো আন্তর্জাতিক সহযোগিতার তুলনায় অগ্রাধিকারপ্রাপ্ত। চীন ও আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার ২৪ বছরে দ্বিপাক্ষিক সহযোগিতায় ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এবারের শীর্ষসম্মেলন কাজে লাগিয়ে চীন ও আফ্রিকার সহযোগিতায় আরো বেশি সাফল্য অর্জনের আশা করেন সি।

রামকারওয়ান বলেন, সেশেলস ও চীনের মৈত্রী পারস্পরিক সম্মানের ভিত্তিতে স্থাপিত হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কে সুষ্ঠু উন্নয়ন প্রবণতা বজায় রয়েছে। চীনা টিকার কারণে সেশেলস দ্রুত কোভিড মহামারী প্রতিরোধ করেছে এবং অর্থনীতি ও সমাজের উন্নয়ন পুনরুদ্ধার হয়েছে। প্রেসিডেন্ট সি’র উত্থাপিত বিভিন্ন উদ্যোগ ও প্রস্তাবে সমর্থন দেয় তাঁর দেশ এবং চীনের সঙ্গে পারস্পরিক সমর্থনে আন্তরিক মৈত্রী উন্নত করবে। একচীন নীতিতে দৃঢ়ভাবে অবিচল থাকবে সেশেলস এবং চীনের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করবে। চীন ও আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনের সফল আয়োজন প্রত্যাশা করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)