ইন্দোনেশিয়া-আফ্রিকা ফোরামে চীনের বৈদ্যুতিক যানের সেবা
2024-09-02 17:35:41


সেপ্টেম্বর ২: দ্বিতীয় ইন্দোনেশিয়া-আফ্রিকা ফোরাম গতকাল (রোববার) বালিতে শুরু হয়। ফোরাম চলাকালে বিমানবন্দর, হোটেল, ও ভেন্যুগুলোর মধ্যে শাটলযান হিসেবে চীনে তৈরি বৈদ্যুতিক বাহনের ব্যবহার ছিল উল্লেখ করার মতো।

জানা গেছে, শাংহাই এসএআইসি-জিএম-উলিং ইন্দোনেশিয়া অটোমোবাইল কোম্পানি লিমিটেডের ৯ শতাধিক চীনা যানবাহন এবারের ফোরামে অংশগ্রহণকারী ৫২টি দেশ ও অঞ্চলের অতিথিদের প্রয়োজনীয় সেবা দিচ্ছে।  

উলিং ইন্দোনেশিয়া কোম্পানির বাজার পরিচালক লিউ ইয়ান সাংবাদিকদের বলেন, এ নিয়ে ষষ্ঠবারের মতো, উলিং বৈদ্যুতিক যানবাহন আন্তর্জাতিক সম্মেলনে সেবা দিচ্ছে। ২০২২ সালে প্রথমবারের মতো জি-২০ বালি শীর্ষসম্মেলনে কোম্পানি ৩০০টি বৈদ্যুতিক যান সরবরাহ করেছিল। (ওয়াং হাইমান/আলিম/ছাই)