দক্ষিণ আফ্রিকা ও সেনেগালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন ওয়াং ই
2024-09-02 11:31:30

সেপ্টেম্বর ২: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) বেইজিংয়ে পৃথকভাবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা ও সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী ইয়াসিন ফলের সঙ্গে সাক্ষাত করেছেন।

ওয়াং ই বলেন, নতুন চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম ২০২৪ শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। ফোরাম প্রতিষ্ঠার ২৪ বছরে, কার্যকরভাবে আফ্রিকার দ্রুত উন্নয়ন বেগবান হয়েছে, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুরুত্বপূর্ণ পতাকায় পরিণত হয়েছে এবং আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা নেতৃত্ব দিয়েছে। চীন আফ্রিকার সঙ্গে সমন্বয় ঘনিষ্ঠতর করে, এবারের শীর্ষ সম্মেলনকে চীন-আফ্রিকা ঐক্য ও বন্ধুত্ব জোরদারের আরেকটি মহাসম্মেলন করতে চায়। চীন দৃঢ়ভাবে আফ্রিকান দেশ নিজেদের উন্নয়ন রক্ষার নির্ভুল অধিকার রক্ষাকে সমর্থন দেয় এবং হাতে হাত রেখে সমান ও সুশৃঙ্খল বহুমেরুর বিশ্ব এবং অন্তর্ভুক্ত অর্থনৈতিক বিশ্বায়ন প্রতিষ্ঠা করতে চায়।

লামোলা বলেন, দক্ষিণ আফ্রিকার জাতীয় ঐক্য সরকার দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করে। দক্ষিণ আফ্রিকা চীনের উত্থাপিত ধারাবাহিক বিশ্ব উদ্যোগকে সমর্থন দেয় এবং চীনের সঙ্গে ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর ঐক্য ও সহযোগিতা শক্তিশালী করতে চায়।

ইয়াসিন ফল বলেন, সেনেগাল-চীন সম্পর্কের দৃষ্টান্তমূলক তাত্পর্য আছে। দু’দেশ সবসময় একে অপরকে সম্মান করে। শীর্ষ সম্মেলন চলাকালে, প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে চীন রাষ্ট্রীয় সফর করবেন। এটি আফ্রিকার বাইরে তাঁর প্রথম সফর করা দেশ। তিনি এ সুযোগে প্রাণবন্ত সেনেগাল-চীন সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক গভীর করতে চান।

(প্রেমা/তৌহিদ/ছাই)