সি চিনপিংয়ের সঙ্গে মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের সাক্ষাৎ
2024-09-02 19:33:18

সেপ্টেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্টে সি চিনপিংয়ের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতা।

গতকাল রোববার  চীন-আফ্রিকা সহযোগিতার ফোরাম-২০২৪ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনে রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছান আসিমি। এটি তার প্রথম চীন সফর। প্রেসিডেন্ট সি চিনপিং ৫ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেবেন।

সাব-সাহারান আফ্রিকার তৃতীয় দেশ হিসেবে মালি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন ও মালি যৌথভাবে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, মালি হাসপাতাল, বামাকো থার্ড ব্রিজ, বামাকো বিশ্ববিদ্যালয়ের কাবালা ক্যাম্পাস, সৌর শক্তি প্রদর্শন গ্রাম প্রকল্পসহ বিপুল সংখ্যক প্রকল্প বাস্তবায়ন করেছে।

শুভ/শান্তা