সেপ্টেম্বর ২: গত শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের রাজধানী হনলুলু’র ওহু দ্বীপে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন মানুষসহ চারজন নিহত এবং দুইজন আহত হয়েছে। গতকাল (রোববার) মার্কিন পুলিশ খবরটি জানায়।
হনলুলু পুলিশ স্টেশন গুলিবর্ষণের কারণ বা আরো বেশি বিস্তারিত খবর জানায় নি। স্থানীয় তথ্য মাধ্যমের খবর অনুসারে, নিহত চারজনের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
জানা গেছে, সম্প্রতি পশ্চিম ওহু দ্বীপের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। গুলিবর্ষণ ও প্রাণনাশের মতো সহিংসতা অধিবাসীদের তীব্র অসন্তোষ ও আতঙ্ক সৃষ্টি করেছে। অগাস্ট থেকে হাওয়াই অঙ্গরাজ্য ও হনলুলু’র স্থানীয় সরকার অঞ্চলটিতে পুলিশের শক্তি বাড়িয়েছে।
(প্রেমা/তৌহিদ/ছাই)