আফ্রিকানরা চীন-আফ্রিকা সহযোগিতা চিন্তাধারার প্রশংসা করে
2024-09-02 13:46:29

সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র অধীনে সিজিটিএন চীনের রেনমিন বিশ্ববিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপ থেকে জানা গেছে, ৯০.৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীন ও আফ্রিকার সহযোগিতার অনুশীলন ও চিন্তাধারা আন্তর্জাতিক বিষয়ে উন্নয়নশীল দেশের সহযোগিতায় জন্য দৃষ্টান্ত রেখেছে। যা বিশ্ব পরিচালনা ব্যবস্থার সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে।

জরিপে ৮১.৭ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, চীন সবসময় আফ্রিকাকে সম্মান করে, ভালবাসে, সমর্থন দেয় এবং চীনা জনগণ সবসময় আফ্রিকার জনগণকে সাহায্য করে; ৮৬.৩ শতাংশ উত্তরদাতা আফ্রিকার সঙ্গে চীনের সহযোগিতা চিন্তাধারাকে স্বীকৃতি দেয়।、

জরিপে, ৮৮.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন যে, চীন-আফ্রিকা সহযোগিতা আফ্রিকার সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি করেছে এবং ৯১.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন যে, চীন-আফ্রিকা সহযোগিতা আফ্রিকার অবকাঠামো উন্নত করেছে; উত্তরদাতাদের ৭৪.৬ শতাংশ মনে করেন, এটি আফ্রিকান দেশগুলোর মানুষের জীবনযাত্রার মানও উন্নত করেছে।

 

জরিপে, ৯৩.৮ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, চীন-আফ্রিকা বন্ধুত্বের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে; ৮৯.৬ শতাংশ উত্তরদাতা বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা চীন-আফ্রিকা বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়া বাড়িয়েছে। ৮৯.২ শতাংশ উত্তরদাতা আরও বেশি চীনা সাংস্কৃতিক অনুষ্ঠান আফ্রিকায় আয়োজনের আশা করে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)