সেপ্টেম্বর ২: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা, আজ (সোমবার) বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও, আধুনিকায়নের জন্য চীন ও দক্ষিণ আফ্রিকার মিশন পরিবর্তন হয়নি, চীন-আফ্রিকা সহযোগিতা বৃদ্ধির উচ্চাকাঙ্ক্ষা অপরিবর্তিত রয়েছে, এবং বৈশ্বিক শাসন উন্নত করার ইচ্ছা অপরিবর্তিত রয়েছে। নতুন যুগে ও নতুন যাত্রায় দু’দেশের ঐক্য ও সহযোগিতা জোরদার করা দু’দেশের জনগণের অভিন্ন প্রত্যাশ্যা। তিনি দু’দেশের সম্পর্ককে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার প্রস্তাব করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)