সেপ্টেম্বর ২: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি, আজ (সোমবার) বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার ঘোষণা দেন।
বৈঠকে সি চিন পিং বলেন, চীন হলো কমোরোসের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশ। আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে।
তিনি আরও বলেন, তার দেশ কমোরোসের সাথে দারিদ্র্যবিমোচন খাতে সহযোগিতা চালাতে চায় এবং কমোরোসের জনগণের বাছাইকৃত উন্নয়ন-পথকে সমর্থন করে। চীন কমোরোসকে ম্যালেরিয়া নির্মূলে সহায়তা করে যাবে। পাশাপাশি, কমোরোসের সাথে আর্থ-বাণিজ্যিক বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ, সমুদ্র ও মত্স খাত, এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা খাতে পারস্পরিক সহযোগিতা উন্নত করবে চীন।
জবাবে প্রেসিডেন্ট আজালি বলেন, সি চিন পিংয়ের মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ, এবং তিনটি বৈশ্বিক প্রস্তাব বিশ্বের শান্তি, উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধি জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমোরোস সার্বিকভাবে এসব প্রস্তাব সমর্থন করে।
তিনি বলেন, তার দেশ চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও উন্নয়ন করতে ইচ্ছুক। তিনি বিশ্বাস করেন, এবারের শীর্ষ সম্মেলন অবশ্যই আফ্রিকান দেশগুলোর উন্নয়নে সহায়ক প্রমাণিত হবে।
তিনি আরও বলেন, তার দেশ চীনের একীকরণ প্রক্রিয়াকে সমর্থন করে এবং বিশ্বাস করে যে, তাইওয়ান চীনের অধীনে ফিরে আসবে।
বৈঠকশেষে দু’দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক ও উন্নয়নবিষয়ক একাধিক সহযোগিতা-চুক্তি স্বাক্ষরিত হয়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)