আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কলকাতার চীনা কনসুল জেনারেল
2024-09-02 18:04:43


সেপ্টেম্বর ২: ২০২৪ সালের ৩০ আগস্ট কলকাতায় নিযুক্ত চীনের কনসুল জেনারেল সু ওয়েই, ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে, ‘ওডিশার পুনর্গঠন’ শীর্ষক আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওডিশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ, উপ-মুখ্যমন্ত্রী শ্রী কনক বর্ধন সিং দিও, ও শিল্পমন্ত্রী শ্রী সম্পদ চন্দ্রসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ; এম/এসএস ইন্ডিয়া গ্রুপ; ভারতের জাতীয় অ্যালুমিনিয়াম কর্পোরেশন; বেদান্ত গ্রুপ; ও আদিত্য বিড়লা গ্রুপসহ সংশ্লিষ্ট বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তারা; ভারতে ইন্দোনেশিয়া ও উগান্ডার দূতাবাসের প্রতিনিধিবৃন্দ; এবং অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিসহ সহস্রাধিক লোক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওডিশা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের বক্তব্যে বলেন, ভারতের ভবিষ্যতের উন্নয়নের চালিকাশক্তি হওয়ায় চেষ্টা চালিয়ে যাবে ওডিশা রাজ্য। ওডিশা হবে ভারতের ইস্পাতকেন্দ্র, ছোট ও মাঝারি আকারের উদ্ভাবনের সমর্থক। তা ছাড়া, ওডিশার কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে উন্নত করে তরুণদের জন্য আরও কাজের সুযোগ সৃষ্টি করতে হবে।

চীনা কনসুল জেনারেল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চীন আরও ব্যাপকভাবে সংস্কারকে গভীর করবে এবং আধুনিকায়নের প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাবে। চীনের উন্নয়ন ভারতসহ অন্যান্য দেশর জন্য উন্নয়নের সুযোগ বয়ে আনবে।

তিনি আরও বলেন, ওডিশা রাজ্য পূর্ব ভারতে অবস্থিত। এর একটি উচ্চতর ভৌগোলিক অবস্থান রয়েছে। এখানে আছে বন্দর ও সমৃদ্ধ খনিজসম্পদ। কলকাতায় চীনা কনস্যুলেট জেনারেল চীনের সাথে  অর্থনীতি, বাণিজ্য, পর্যটন, ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ বিনিময় জোরদারে সক্রিয়ভাবে ওডিশাকে সমর্থন করে যাবে। এতে, দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

‘বিশ্বায়নের ওডিশা’ শীর্ষক সেমিনারে, কনসুল জেনারেল সু অর্থনৈতিক বিশ্বায়নে চীনের সক্রিয় অংশগ্রহণ এবং এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ায় চীনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তথ্য ও উদাহরণের মাধ্যমে, উন্মুক্তকরণের সাহায্যে অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অর্জিত চীনের সাফল্যও তুলে ধরেন তিনি। একই সঙ্গে, তিনি চীন ও ভারতের আর্থ-বাণিজ্যিক সহযোগিতাসংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।

সম্মেলনশেষে, কনসুল জেনারেল সু শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি এ সময় প্রদর্শকদের সাথে মতবিনিময়ও করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)