বেইজিংয়ে টোগোর প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক
2024-09-02 18:20:33

সেপ্টেম্বর ২: চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী টোগোর প্রেসিডেন্ট ফাউরে এসোজিমনা গাসিংবে, আজ (সোমবার) বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার ঘোষণা দেন।  

বৈঠকে সি চিন পিং বলেন, নতুন যুগে দু’দেশের সম্পর্ক গভীরভাবে উন্নত হচ্ছে এবং প্রয়োজনীয় স্থিতিস্থাপকতা ও জীবনীশক্তি প্রদর্শন করছে। চীন টোগোর সাথে আরেক ধাপে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে এবং অবকাঠামো, কৃষি, জল সংরক্ষণ ও আন্তঃসংযোগের ক্ষেত্রে বাস্তব সহযোগিতা উন্নত করতে আগ্রহী।

এ সময় প্রেসিডেন্ট ফাউরে বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম আফ্রিকান দেশগুলোর উন্নয়ন এবং আফ্রিকা-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। চীনের সমর্থন ও চীনের সাথে সহযোগিতা আফ্রিকার নিরাপত্তা ও উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনের সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে টোগোর উন্নয়নও ত্বরান্বিত হচ্ছে।

তিনি আরও বলেন, টোগো চীনের সাথে অবকাঠামো, বিজ্ঞান ও প্রযুক্তি, এবং ডিজিটাল অর্থনীতি খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। টোগো ‘এক-চীননীতি’ মেনে চলে এবং তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করে বলেও তিনি উল্লেখ করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)