সেপ্টেম্বর ২: টাইফুন ‘শানশান’-এর আঘাতে জাপানে ৭ জন নিহত, ১২৭ জন আহত, এবং ১ জন নিখোঁজ হয়েছেন। পাশাপাশি, ১ হাজার ৮০০টিরও বেশি বাসভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপানের দমকল বিভাগ গতকাল (রোববার) এ তথ্য জানায়।
এদিকে, টাইফুনসৃষ্ট ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। (অনুপমা/আলিম/ছাই)