সেপ্টেম্বর ২: যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল (রোববার) ইসরায়েল সরকার এবং ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলনের (হামাস) প্রতি যুদ্ধবিরতি এবং গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তি দেওয়ার আহ্বান জানাতে অনেক মানুষ রাস্তায় নেমে আসে।
ইসরায়েলের ‘নিউ নিউজ’ ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মোট ৭ লাখ মানুষ সেদিন সারা দেশে বিক্ষোভে অংশ নেয়। এর মধ্যে তেল আবিবেই সাড়ে ৫ লাখ মানুষ অংশগ্রহণ করে।
ইসরায়েলি মিডিয়া জানায়, পয়লা সেপ্টেম্বর সন্ধ্যায় হাজার হাজার বিক্ষোভকারী তেল আবিবের প্রধান সড়কে আগুন ধরিয়ে দেয়। যার ফলে রাস্তাটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পুলিশ এক বিবৃতি জারি করে বলে, তারা কিছু বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করেছে। সারা দেশে বিক্ষোভের সময় কমপক্ষে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
(রুবি/তৌহিদ/সুবর্ণা)