সেপ্টেম্বর ২: গতকাল (রোববার) চীনের কুয়াংতং প্রদেশের চানচিয়াং শহরের একটি সামরিক বন্দরে ‘চীন-সিঙ্গাপুর সহযোগিতা ২০২৪’ যৌথ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এটি চীন ও সিঙ্গাপুরের মধ্যে তৃতীয়বারের মতো যৌথ সামুদ্রিক সামরিক মহড়া। চলতি বছর দু’পক্ষের এ সামরিক মহড়ার সময় ও প্রশিক্ষণের বিষয় বেড়েছে এবং বন্দর ও সৈকত পরিকল্পনা, পেশাগত বিনিময় এবং সমুদ্রে যৌথ মহড়া তিনটি পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। ৫ সেপ্টেম্বর এ সামরিক মহড়া শেষ হবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও সিঙ্গাপুরের নৌবাহিনী বহুবারের মতো পরস্পরের অঞ্চলে সামরিক জাহাজ পাঠিয়ে যৌথ মহড়া আয়োজন করেছে। ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনা নৌবাহিনী দুইবার সামরিক জাহাজ বহর পাঠিয়ে সিঙ্গাপুরের সাথে সামরিক মহড়ায় সুষ্ঠুভাবে অংশ নিয়েছে।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)