সেপ্টেম্বর ২: আজ (সোমবার) সকালে, বেইজিংয়ের গণমহাভবনে, এক বৈঠকে মিলিত হন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েল্লেহ।
বৈঠকে দু’নেতা দু’দেশের সম্পর্ককে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেন। ইসমাইল ওমর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্প্রতি বেইজিংয়ে আসেন।
বৈঠকে সি চিন পিং বলেন, প্রেসিডেন্ট গুয়েল্লেহ চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার পর থেকে আয়োজিত সকল শীর্ষসম্মেলনে অংশ নিয়েছেন; তিনি ফোরামের বৃদ্ধি ও বিকাশের সাক্ষী, যা প্রশংসনীয়। এবারের শীর্ষসম্মেলন সফল করতে তিনি প্রেসিডেন্ট গুয়েল্লেহর সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।
সি আরও বলেন, চলতি বছর চীন-জিবুতি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। বিগত ৪৫ বছরে চীন ও জিবুতি একে অপরের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করেছে; পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করেছে। দু’দেশের সম্পর্ক দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার একটি দৃষ্টান্তে পরিণত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে প্রেসিডেন্ট গুয়েল্লেহ বলেন, তার কাছে চীন সফর যেন নিজের বাড়ি ফিরে আসার মতো। তাকে বারবার উষ্ণ অভ্যর্থনা জানানোয় চীনকে ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, জিবুতি-চীন সম্পর্ক ইতোমধ্যেই ৪৫ বছর পেরিয়ে গেছে। এ ৪৫ বছর চীনের দ্রুত উন্নয়ন এবং জিবুতি-চীন সম্পর্কের দ্রুত উন্নয়নের ৪৫ বছর। জিবুতির অর্থনৈতিক উন্নয়ন ও জীবন-জীবিকা উন্নয়নে মূল্যবান সহায়তা দেওয়ায় চীনকে ধন্যবাদও জানান তিনি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)