সেপ্টেম্বর ২: গতকাল (রোববার) যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসে আয়োজন করা হয় তুনহুয়াং সংস্কৃতিবিষয়ক একটি বিশেষ অনুষ্ঠানের। স্থানীয় সাংস্কৃতিক মহলের ২ শতাধিক অতিথি এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা তুনহুয়াং সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদর্শনী এলাকায় হাই-ডেফিনিশান ফটোগ্রাফি ও তুনহুয়াং ম্যুরালের হাই-ফাইডালিটি রেপ্লিকা ঘুরে দেখেন। তাঁরা ভিআর ভার্চুয়াল ট্যুর, স্মারক ভিডিও, ইত্যাদির মাধ্যমে তুনহুয়াং সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করেন।
তুনহুয়াং গবেষণা একাডেমির প্রধান সু পো মিন অনুষ্ঠানে বলেন, বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা তুনহুয়াং সংস্কৃতির মূল্য আবিষ্কারে সক্ষম হবেন বলে আশা করা যায়।
যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং অনুষ্ঠানে বলেন, তুনহুয়াং সভ্যতায় সাম্য, পারস্পরিক শিক্ষা, সংলাপ, ও সহনশীলতা ছিল মূর্ত। এই ঐতিহ্য আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সবাইকে উত্সাহিত করতে পারে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)