চীন আফ্রিকা সম্পর্কের উপর পূর্ণাঙ্গ তথ্যচিত্র প্রকাশ সিএমজির
2024-09-02 19:34:36

 

সেপ্টেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি এবং জনগণের মধ্যে আদান-প্রদানে চীন-আফ্রিকার অর্জনগুলোকে হাইলাইট করে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। রোববার ইংরেজি ভাষার উপর নির্মাণ করা পূর্ণাঙ্গ তথ্যচিত্রটি প্রচারের জন্য প্রকাশ করা হয়। 

 

ক্লোজ ফ্রেন্ডস অ্যাক্রোস কন্টিনেন্ট শিরোনামের ডকুমেন্টারিটি চীন ও আফ্রিকার মধ্যে পারস্পরিক সুবিধা এবং জয়-জয়ের ফলাফলের গল্পগুলো স্পষ্টভাবে লিপিবদ্ধ করে, যা তাদের জনগণের ভাগ করা আকাঙ্ক্ষা এবং সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষাকে তুলে ধরেছে। 

এর আগে বেইজিংয়ে সিএমজি আয়োজিত ‘আফ্রিকান পার্টনারস’ মিডিয়া ইভেন্টে তথ্যচিত্রের প্রোমোটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

 

১৫ আগস্ট থেকে তথ্যচিত্রের  প্রোমোটি ১ হাজার ২৯৭টি আউটডোর স্ক্রীন, ১৯টি জাতীয় টিভি স্টেশন এবং ১৩টি নতুন মিডিয়া ওয়েবসাইটে প্রদর্শিত হয়েছে, যা ৫৪ টি আফ্রিকান দেশে প্রায় ১দশমিক ৪ বিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে।

 

ঐশী/শান্তা