আন্তর্জাতিক তালিকায় শীর্ষে চীনের ডাটাবেস সফটওয়্যার
2024-09-01 19:07:39

 

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ওপেন সোর্স টাইম সিরিজ ডাটাবেস সফটওয়্যার অ্যাপাচি আইওটিডিবি বিশ্বে এখন শিল্প-সফটওয়্যারের তালিকায় প্রথম স্থানে রয়েছে। শুক্রবার কুয়াংচৌ সিটিতে বড় ডাটাবেসের আন্তর্জাতিক সম্মেলনে ট্রানজ্যাকশন প্রসেসিং পারফরমেন্স কাউন্সিলের (টিপিসি) প্রকাশিত প্রক্রিয়াকরণ কর্মক্ষমতার তালিকায় এটি এখন শীর্ষে আছে।

 

টাইম সিরিজ ডাটাবেস হলো নতুন ধরনের শিল্প সফটওয়্যার যা শিল্প সরঞ্জাম সেন্সর থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণ, পরিচালনা ও বিশ্লেষণ করে। শিল্পখাতের ডিজিটাল রূপান্তরের জন্য এই ধরনের সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো।

 

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সফটওয়্যারের অধ্যাপক ওয়াং চিয়ানমিনের নেতৃত্বাধীন দল তৈরি করেছে অ্যাপাচি আইওটিডিবি। এই সফটওয়্যারের সাহায্যে প্রতিষ্ঠাগুলো সরাসরি তাদের বিভিন্ন যন্ত্রপাতির অবস্থা সম্পর্কে জানতে ও পূর্বাভাস নিতে পারবে।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি