চীন-আফ্রিকা বেল্ট অ্যান্ড রোড প্রতিবেদন প্রকাশিত
2024-09-01 16:35:06

সেপ্টেম্বর ১: সম্প্রতি, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে, চীনা জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি, “চীন-আফ্রিকা 'বেল্ট অ্যান্ড রোড' উন্নয়ন প্রতিবেদন, ২০২৪" প্রকাশ করে।

এ পর্যন্ত ৫২টি আফ্রিকান দেশ ও আফ্রিকান ইউনিয়ন চীনের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় সহযোগিতা-স্মারক স্বাক্ষর করেছে। চীন-আফ্রিকা অবকাঠামো ব্যবস্থা নির্মাণের সহযোগিতাগুলো

আফ্রিকা চীনের দ্বিতীয় বৃহত্তম বিদেশী চুক্তির বাজার। গত দশ বছরে আফ্রিকায় চীনা প্রতিষ্ঠানগুলোর চুক্তিবদ্ধ প্রকল্পের মূল্য ৭০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং ব্যবসার মূল্য ৪০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। চীনা প্রতিষ্ঠানগুলো আফ্রিকায় পরিবহন, জ্বালানিসম্পদ, বৈদ্যুতিক শক্তি, বাসস্থান ও জীবন-জীবিকার ক্ষেত্রে ধারাবাহিক প্রকল্প বাস্তবায়নের কাজ করছে এবং কার্যকরভাবে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।

বহু বছর ধরে আফ্রিকাতে চীনা প্রতিষ্ঠানগুলোর নির্মিত ওয়্যারলেস সাইট ও উচ্চ-গতির মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ৯০০ মিলিয়নেরও বেশি আফ্রিকান মানুষের উপকার করেছে। চীন ও আফ্রিকা প্রায় ১ লাখ কিলোমিটার রাস্তা, ১০ হাজার কিলোমিটারেরও বেশি রেলপথ, প্রায় ১ হাজারটি সেতু এবং প্রায় ১০০টি বন্দর নির্মাণ ও আপগ্রেডে সহযোগিতা করেছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)