আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর শিরিন আক্তার। বর্তমানে তিনি পোস্টডক্টরাল রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে উহান বোটানিক্যাল গার্ডেন, চায়নিজ একাডেমি অফ সায়েন্সেস, কুয়াংতুং, উহানে প্লান্ট ইভোলিউশন অ্যান্ড ফাংশনাল জিনোমিক বিষয়ে গবেষক হিসাবে কর্মরত আছেন। তিনি চীনের বিখ্যাত কৃষিবিষয়ক গবেষণা ইনিস্টিটিউট টি রিসার্স ইনিস্টিটিউট, চায়নিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চীনে আসার আগে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে অধ্যায়নরত ছিলেন। ইয়ং সায়েন্টিস্ট হিসাবে ডক্টর শিরিন আক্তারের ২০টিরও বেশি স্বনামধন্য আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।