মহাকাশে ব্যস্ত সময় পার করছে শেনচৌ-১৮ নভোচারীরা
2024-09-01 19:05:55

 

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ মিশনের শেষের দিকে বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন শেনচৌ-১৮ মহাকাশচারীরা। চীনের মহাকাশ স্টেশন থিয়াংকংয়ে নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন পরীক্ষা চালিয়েছেন তারা। রোববার চায়না ম্যানড স্পেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এজেন্সি জানিয়েছে, স্পেস স্টেশনে নভোচারী ইয়ে কুয়াংফু, লি ছোং এবং লি কুয়াংসু গেল সপ্তাহে মহাকাশ বিজ্ঞান পরীক্ষা, স্টেশন পরিবেশ পর্যবেক্ষণ, প্যানোরামিক ইমেজিং এবং স্টেশনটির থ্রিডি স্ক্যানিং সম্পন্ন করছেন।

 

চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে চার মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছেন শেনচৌ-১৮ মহাকাশযানের নভোচারীরা। সেখানে নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করছেন তিন নভোচারী।

 

এদিকে এ গবেষণা ছাড়াও মহাকাশচারীরা তালিকা অনুযায়ী অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এই কাজগুলোর মধ্যে রয়েছে- স্টেশনের সরঞ্জাম পরীক্ষা ও মেরামত, স্টেশনের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণ, স্টেশনের বাইরে নতুন সরঞ্জাম ইন্সটল, স্পেস ওয়াক অন্যতম।

শেনচৌ-১৮ চীনের ১৩তম মানববাহী মহাকাশ মিশন, যা এপ্রিল মাসের ২৫ তারিখ তিনজন নভোচারী নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। এই তিনজন নভোচারী চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ছয় মাস অবস্থান করবেন।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি