সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: আগামী বছরের (২০২৫ সালের) হজের প্রাথমিক নিবন্ধন রোববার থেকে শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে।
সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা।
ধর্ম মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যে কোনো ব্যক্তি ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।
২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
নাহার/ফয়সল