মস্কোসহ অনেক জায়গা ইউক্রেনীয় ড্রোন-হামলার শিকার
2024-09-01 17:50:21


সেপ্টেম্বর ১: স্থানীয় সময় পয়লা সেপ্টেম্বর ভোরে, রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন জায়াগায় ড্রোন-হামলা চালায় ইউক্রেন। ‘রাশিয়া টুডে’ (আরটি) ও রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।

 মস্কোর মেয়র সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, মস্কো এবং এর আশেপাশের এলাকায় কমপক্ষে পাঁচটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এদিকে, রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, ব্রায়ানস্কের সীমান্তবর্তী অঞ্চলে ইউক্রেনের প্রায় ২৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এসব হামলায় জানমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে রুশ কর্তৃপক্ষ কিছু জানায়নি। ইউক্রেনীয় পক্ষও এ ব্যাপারে মুখ খোলেনি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)