সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: প্রতিবছরই মধ্য-শরৎ উৎসবে গালা অনুষ্ঠান সম্প্রচার করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। এবারও চীনজুড়ে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এবং ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সূক্ষ্ম উপাদানগুলো উপস্থাপন করা হবে গালায়।
১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ উৎসব সিসিটিভির বিভিন্ন চ্যানেল ও নতুন মিডিয়া প্ল্যাটফর্মগুলোয় সম্প্রচার হবে।
চীনা ভাষায় ছিউওয়ান নামে পরিচিত এই গালা। কবিতা, চাইনিজ ক্লাসিক নৃত্য এবং ঐতিহ্যবাহী চীনা অপেরাসহ পুরো গালায় চীনা নান্দনিকতা তুলে ধরা হবে। গালায় ভিআর ও এআইয়ের মতো প্রযুক্তির ব্যবহারও থাকবে।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি