চীন-আফ্রিকা সহযোগিতা অর্জনে সিএমজি’র ডকুমেন্টারি প্রকাশ
2024-09-01 19:01:48

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক : চীন-আফ্রিকার সহযোগিতার ফলপ্রসূ সাফল্য দেখাতে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। শনিবার বেইজিংয়ে `মহাদেশের ঘনিষ্ট বন্ধুরা' শিরোনামে তথ্যচিত্রটি প্রকাশ করা হয়।

তথ্যচিত্রে প্যানোরামিক পদ্ধতিতে, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সাংস্কৃতিক এবং জাতিগত বিনিময়কে তুলে আনা হয়েছে।

এটি চীন ও আফ্রিকার মধ্যে পারস্পরিক সুবিধা এবং সাফল্যের গল্পগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা মানুষের সাধারণ আকাঙ্ক্ষা এবং সভ্যতার পারস্পরিক শিক্ষার প্রতিফলন ঘটায়।

ডকুমেন্টারিটি সিসিটিভি ৪ এবং সিজিটিএনে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চীন-আফ্রিকা সহযোগিতা সম্পর্কিত ফোরাম ২০২৪ সালের শীর্ষ সম্মেলন।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি