সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ফোরাম অন চায়না-আফ্রিকা কোঅপারেশন বা এফওসিএসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। রোববার স্থানীয় সময় সকাল ৭ টায় বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এই এফওসিএসি শীর্ষ সম্মেলনে ৪সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।
চীনের উর্ধবতন কর্মকর্তারা একটি জমকালো আয়োজনের মাধ্যমে স্বাগত জানান প্রেসিডেন্ট সালভা কিরকে।
আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মাহামতসহ অনেক আফ্রিকান নেতা এই শীর্ষ সম্মেলনে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন । পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোও পর্যবেক্ষক হিসেবে সম্মেলনে যোগ দেবে।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ৫ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি