চীনে নতুন সেমিস্টারের শুরুতে বিদেশী শিক্ষকদের তত্পরতা
2024-09-01 17:46:55


সেপ্টেম্বর ১: চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সেমিস্টার শুরু হয়েছে। সেমিস্টারের শুরুতে, হ্যপেই বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের বিদেশী শিক্ষকরা, ‘চীন ভ্রমণের মাধ্যমে রঙিন চীন দেখা’ শীর্ষক প্রতিপাদ্যের আলোকে, শিক্ষার্থীদের প্রথম পাঠ দান করেন।

এদিকে, পোল্যান্ডের শিক্ষক বলিসা ছবি ও ভিডিওর মাধ্যমে ভিসা-মুক্ত নীতি বাস্তবায়নের পরে চীনে ভ্রমণ যে সুবিধাজনক হয়েছে, তা তুলে ধরেন।

এ ছাড়া, বিদেশী ভাষা ইনস্টিটিউটের অনেক বিদেশী শিক্ষক, চলতি বছরের প্রথম সেমিস্টারের শুরুতে ‘চীন ভ্রমণ’-এর ওপর ক্লাস নেন। তাঁরা গ্রীষ্মের সময় দেশে ফিরে চীন সম্পর্কে তাদের অনুভূতি শেয়ার করার গল্প বলেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)