সেপ্টেম্বর ১: চীনে, ২০২৪ সালের গ্রীষ্মের ছুটিতে, চলচ্চিত্র বক্স অফিস ছিল চাঙ্গা। এ সময় এ খাতে আয় হয়েছে ১১৬৪ কোটি ৩০ লাখ ইউয়ান। চীনের জাতীয় চলচ্চিত্র ব্যুরো আজ (রোববার) এ তথ্য জানায়।
সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, গ্রীষ্মে ১০০টিরও বেশি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে নাটক, কার্টুন, ডকুমেন্টারি, কমেডি, অ্যাকশন ফিল্ম, সাসপেন্স ফিল্ম, রোমান্স ফিল্ম এবং অন্যান্য ধরণের চলচ্চিত্র। (অনুপমা/আলিম/ছাই)