এফওসিএসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন ইরিত্রিয়ার প্রেসিডেন্ট
2024-09-01 19:09:28

 

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক : ফোরাম অন চায়না-আফ্রিকা কোঅপারেশন বা এফওসিএসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকি। এই এফওসিএসি শীর্ষ সম্মেলনে ৪সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

 

রোববার রাজধানীর বিমানবন্দরে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি জমকালো আয়োজনের মাধ্যমে স্বাগত জানান প্রেসিডেন্টকে।

 

এর আগে ২০২৩ সালের মে মাসে রাষ্ট্রীয় সফরে  চীন এসেছিলেন প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকি।

৩১ বছর ধরে চীন ও ইরিত্রিয়ার মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব রয়েছে।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি