বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টারে শীর্ষে চীন
2024-08-31 19:03:29

 

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওয়াইপো’র তথ্যানুসারে চীন এখন বিজ্ঞান ও প্রযুক্তি অঞ্চলের শীর্ষ ১০০টির মধ্যে ২৬টি ক্লাস্টার বা অঞ্চল-গুচ্ছে নেতৃত্ব দিচ্ছে। উদ্ভাবন ক্ষেত্রে চীনের দ্রুত বৃদ্ধিকে প্রতিফলিত করে এ সূচক।

 

সোমবার প্রকাশিত ওয়াইপো গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে দেখা যায়, চীন গত বছরের তুলনায় আরও দুটি অঞ্চল-গুচ্ছে এগিয়ে যুক্তরাষ্ট্র এবং জার্মানিকে ছাড়িয়ে গেছে।

 

সূচকে দেখা গেছে শীর্ষ ১০টি ক্লাস্টারের মধ্যে সাতটি এশিয়ার এবং তিনটি যুক্তরাষ্ট্রের।

 

জাপানের টোকিও-ইয়োকোহামা বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও প্রযুক্তির ক্লাস্টার, চীনের শেনচেন-হংকং-কুয়াংচৌ ক্লাস্টার আছে দ্বিতীয় স্থানে। গত বছরের চেয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছে বেইজিং।

 

ফয়সল/রাইয়ান

 

তথ্য ও ছবি: চায়না ডেইলি