আগস্ট ৩১: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, গতকাল (শুক্রবার), সেদেশের বিমানবাহিনীর প্রধান নিকোলাই ওলেশুকে বরখাস্ত করেন।
জেলেস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, দেশের জনগণ ও সৈনিকদের জীবন বাঁচাতে বিমান-বাহিনীর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।
এদিকে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, আনাতোলি ক্রিভোনোজকো গতকাল (শুক্রবার) থেকে বিমান-বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে গত সোমবার ইউক্রেনীয় বিমান-বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট মারা যান।
(অনুপমা/আলিম/ছাই)