নকশায় নতুন মাইলফলক পেরোলো চীনের অতিকায় এলএনজি স্টোরেজ
2024-08-31 18:27:26

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের সুপার-সাইজ এলএনজি স্টোরেজ বেসটির নকশা ও নির্মাণে বেশ অগ্রগতি হয়েছে। শুক্রবার বেসটির দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হয়েছে ।


চুহাই সিটিতে থাকা চিনওয়ান ‘গ্রিন এনার্জি পোর্ট’ নামের বেসের দ্বিতীয় ধাপে রয়েছে পাঁচটি বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির স্টোরেজ ট্যাঙ্ক। এর মধ্যে একটি ট্যাংকের ধারণক্ষমতা ২ লাখ ৭০ হাজার ঘন মিটার, যা বিশ্বের বৃহত্তম একক ট্যাঙ্ক।

গ্রিন এনার্জি পোর্ট প্রকল্পটি ভূতাত্ত্বিক অবস্থা ও সিসমিক ডিজাইন করা চীনের সবচেয়ে জটিল স্টোরেজ প্রকল্পগুলোর একটি।

প্রতিকূল পরিস্থিতিতে স্টোরেজ ট্যাঙ্কের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে চীনা প্রকৌশলীরা সবচেয়ে বড় স্টোরেজ ট্যাঙ্কটির জন্য একটি স্বায়ত্তশাসিত প্রযুক্তি তৈরি করেছেন। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রযুক্তিগত পরিচালক হুয়াং হুয়ান জানান, প্রতিটি স্টোরেজ ট্যাঙ্কের বেজমেন্টে চার শতাধিক কাস্টমাইজড সিসমিক আইসোলেশন রাবার সাপোর্ট রয়েছে। এতে করে ভূমিকম্পের সময় নিচের ভিত্তি থেকে কম্পনশক্তি চলে যাবে সিসমিক আইসোলেশন রাবার সাপোর্টে। এতে করে ভূমিকম্পের ঝাঁকুনি স্টোরেজ ট্যাঙ্কের কাঠামোয় প্রভাব ফেলে না।

ফয়সল/ঐশী
তথ্য ও ছবি: সিসিটিভি