উহানে সিএমজি’র নতুন ব্যুরো উন্মোচন
2024-08-31 18:25:42

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক : মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে হুবেই ব্যুরো উন্মোচন করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। সম্প্রতি প্রাদেশিক সরকারের সঙ্গে স্বাক্ষরিত একটি কৌশলগত সহযোগিতা কাঠামোর অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করা হয়।

সহযোগিতার কাঠামো অনুসারে, বিজ্ঞান-প্রযুক্তি উন্নয়ন এবং গবেষণা, সংস্কৃতি ও পর্যটন, শিল্প উন্নয়ন এবং বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে হুবেই প্রদেশের সঙ্গে সহযোগিতাকে আরও গভীর করবে সিএমজি।

অনুষ্ঠানে, ইয়িছাং, শিয়ান, ইচৌ এবং সিয়ানথাও চারটি শহরে ‘নতুন যুগে মধ্য চীনের উত্থানের উপর পর্যবেক্ষণ পয়েন্ট’ ঘোষণা করা হয়। এই চারটি শহর থেকে শুরু করে, সিএমজি চীনা বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিকীকরণে স্থানীয় চেষ্টা উপস্থাপন করবে।

মূল্যবান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদের ভালো ব্যবহার করতে এবং যৌথভাবে একটি অখণ্ড শিক্ষার ভিত্তি তৈরি করতে উহানে চীনা কমিউনিস্ট পার্টির ডিসিপ্লিনারি কনস্ট্রাকশন হিস্ট্রি এক্সিবিশন হলের সুবিধাও দেবে সিএমজি।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি