অগাষ্ট ৩১: চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন চীন-নিউজিল্যান্ড সহযোগিতার জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করবে। চীন নিউজিল্যান্ডের সাথে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, চীনের উন্নয়ন নিউজিল্যান্ডের জন্য সুযোগ, চ্যালেঞ্জ নয়। চীন-নিউজিল্যান্ড আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় অভিন্ন কল্যাণ সাধিত হয়েছে ও হবে।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত জরিপ অনুসারে, নিউজিল্যান্ডের ৭৬ শতাংশ মানুষ চীনের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্তি করেন। এদিকে, ৯৩ শতাংশ মানুষ আগামী তিন বছর চীনের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেছেন। ওদিকে, নিউজিল্যান্ডের ৮৪ শতাংশ কোম্পানি বিগত তিন বছরে চীনে বিনিয়োগ বাড়িয়েছে বলে জরিপ থেকে জানা গেছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)