সি৯১৯-এর জন্য প্রশিক্ষণ দিচ্ছে চীনের এয়ারলাইনগুলো
2024-08-31 18:37:26

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের এয়ারলাইনগুলো বাণিজ্যিক পরিষেবায় প্রবেশের পর থেকে দেশীয়ভাবে তৈরি সি৯১৯ বিমানের নিখুঁত কার্যক্রম নিশ্চিত করতে উড়োজাহাজ সংশ্লিষ্ট ক্রুদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে।

কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অব চায়না এর একটি প্রশিক্ষণ স্টেশন। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের পাইলটদের জন্য এখন বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম চলমান আছে। এতে নানা ধরনের তত্ত্বীয় নির্দেশনা ও সিমুলেটরের প্রশিক্ষণ রয়েছে।

যাত্রী পরিষেবা সম্পর্কে জানাতে বেশ কয়েকজন কেবিন ক্রু সদস্যও নিযুক্ত রয়েছেন এ প্রশিক্ষণে।

চায়না সাউদার্নের প্রধান ফ্লাইট অ্যাটেনডেন্ট চুয়াং চিংচিং বলেন, উড়োজাহাজটি সম্পর্কে তথ্য, জরুরি সরঞ্জামের সঙ্গে পরিচিতি এবং জরুরি পরিস্থিতিতে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

ঐশী/ ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি