হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইইউ’র বক্তব্যে নাখোশ চীন
2024-08-31 17:17:55

অগাস্ট ৩১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিচার বিভাগীয় মামলা ইস্যুতে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইইউ’র সাম্প্রতিক মন্তব্যের তীব্র বিরোধিতা করে বেইজিং।

লিন চিয়ান বলেন, আইনানুসারে হংকংয়ের বাসিন্দারা মত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন অধিকার ভোগ করেন। এ নিয়ে কুত্সা রটানোর কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে, হংকংয়ে  আইনের শাসন কায়েম আছে। এখানে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—এটাই স্বাভাবিক।

উল্লেখ্য, হংকংয়ের আদালত গত ২৯ আগস্ট রাষ্ট্রদ্রোহী বক্তব্য প্রকাশের সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে এক রায় ঘোষণা করে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই রায়কে সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থি বলে মন্তব্য করে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)