ছিউশিতে প্রকাশ হবে সি চিনপিংয়ের শিক্ষা বিষয়ক নিবন্ধ
2024-08-31 18:38:15

 

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শিক্ষা বিষয়ক একটি নিবন্ধ এই বছরের ছিউশি জার্নালের ১৭তম সংখ্যায় প্রকাশিত হবে। রোববার এ সংখ্যাটি প্রকাশ হবে।

 

এ নিবন্ধে নৈতিক ভিত্তি, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, শারীরিক শক্তি, নান্দনিক সংবেদনশীলতা এবং কাজের দক্ষতাসহ একটি নতুন প্রজন্মের সক্ষম তরুণদের লালনপালনের ওপর জোর দিয়েছেন সি, যারা সমাজতন্ত্রকে সম্পূর্ণরূপে বিকাশ করবে এবং সমাজতান্ত্রিক উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাবে।

 

ছিউশি হলো সিপিসি কেন্দ্রীয় কমিটির একটি ফ্ল্যাগশিপ ম্যাগাজিন।

 

ফয়সল/ঐশী

 

তথ্য ও ছবি: সিজিটিএন