জলজ পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি চীনে
2024-08-31 18:31:17

 

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: দেশের চলতি বছরের প্রথমার্ধে পানির জাতীয় গুণমানের উন্নতি অব্যাহত রেখে মূল নদী অববাহিকার জলজ পরিবেশ সূরক্ষায় যথেষ্ট অগ্রগতি করেছে চীন। শুক্রবার চীনের বাস্তুসংস্থান ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা হুয়াং সিয়াওচাং সংবাদ সম্মেলনে এ কথা জানান।

 

এসময় তিনি বলেন, ২০২৩ সালে দেশব্যাপী পানির গুণমান হিসেবে ভালো শ্রেণিভুক্ত জলাশয়ের অনুপাত ৮৯ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে ১ দশমিক ৫ শতাংশ বেশি।

 

পরিসংখ্যানটি ১৪ তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ৪ দশমিক ৪ শতাংশ অতিক্রম করেছে উল্লেখ করে হুয়াং বলেন, গেল বছর ইয়াংজি নদীর অববাহিকায় ৯৮ দশমিক ৫ শতাংশ পর্যবেক্ষণ সাইটই গুনগত মানে বেশ ভালো গ্রেডিং পেয়েছে।

 

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিজিটিএন