‘ফিলিপাইনের কারণেই সিয়ানবিন চিয়াওতে প্রবালের ক্ষতি হতে পারে’
2024-08-31 18:32:24

 

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নানশা ছুনতাওয়ের সিয়ানবিন চিয়াও এলাকার প্রবাল প্রাচীর নিয়ে সতর্কতা জারি করেছেন চীনা বিজ্ঞানীরা। ওই অঞ্চলে ফিলিপাইনের চলমান কার্যকলাপের কারণে সেখানকার পরিবেশগত ক্ষতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ‘সিয়ানবিন চিয়াও কোরাল রিফ ইকোসিস্টেমের ওপর সমীক্ষা প্রতিবেদন’ শীর্ষক একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে চীন। প্রতিবেদনে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, উপকূলরক্ষী জাহাজসহ ফিলিপাইনের জাহাজের চলাচল সেখানে প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্রের উল্লেখযোগ্য ক্ষতি করেছে।

 

তারা জানিয়েছেন, সিয়ানবিন চিয়াওতে মাছ ধরার জাল ও আবর্জনা পাওয়া গেছে লেগুনের উত্তর-পশ্চিম দিকে, যেখানে ফিলিপাইনের মাছ ধরার নৌকাগুলো প্রায়ই দেখা যায়।

 

ফয়সল/ঐশী

 

তথ্য ও ছবি: সিসিটিভি