‘চীন ও আফ্রিকা উন্নয়নশীল দেশগুলোর সংহতি ও সহযোগিতার রক্ষক’
2024-08-31 17:18:44

অগাস্ট ৩১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন ও আফ্রিকা উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অধিকার এবং সংহতি ও সহযোগিতার প্রকৃত রক্ষক।

তিনি বলেন, চীন ও আফ্রিকা জাতিসংঘ সনদ এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক ন্যায্যতার পক্ষের শক্তি। দু’পক্ষ যৌথভাবে বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য একযোগে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়া হচ্ছে চীন ও আফ্রিকার দেশগুলোর অভিন্ন লক্ষ্য।

তিনি জোর দিয়ে বলেন, চীন ও আফ্রিকা দৃঢ়ভাবে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মাবলী মেনে চলে এবং সব ধরনের উপনিবেশবাদ ও আধিপত্যবাদের বিরোধিতা করে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)