নতুন যুগের শিক্ষকদের জন্য নির্দেশিকা প্রকাশ চীনে
2024-08-31 18:55:24

 

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: শিক্ষার ক্ষেত্রে ‘পাওয়ার হাউস’ হয়ে উঠতে চীনের গ্রামীণ ও স্বল্পোন্নত অঞ্চলে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করবে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন এ কথা।

 

চীনের শিক্ষা বিষয়ক ভাইস-মিনিস্টার ওয়াং চিয়াই বলেছেন, সম্প্রতি কমিউনিস্ট পার্টি অব চায়না সেন্ট্রাল কমিটি ও জাতীয় পরিষদের জারি করা নতুন নির্দেশিকা শিক্ষাবিদদের চেতনাকে সমর্থন করে এবং এতে নতুন যুগের জন্য উচ্চমানের পেশাদার কর্মী গঠনকে শক্তিশালী করতে সততা, আচরণ এবং দক্ষতা জোরদার করাসহ সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে ওয়াং বলেন, নির্দেশিকাগুলো চীনের সর্বস্তরের প্রায় এক কোটি ৯০ লাখ শিক্ষককে আরও যোগ্য হতে নিশ্চিত করবে।

 

নির্দেশিকায় শিক্ষকদের সামাজিক মর্যাদা উত্থাপন, শিক্ষাবিদদের প্রতি জনসাধারণের সম্মান বৃদ্ধি এবং শিক্ষার জন্য জনসাধারণের সমর্থনকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

 

ফয়সল/রাইয়ান

 

তথ্য ও ছবি: চায়না ডেইলি