পশ্চিম তীরে ইসরাইয়েলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত
2024-08-31 17:19:51


অগাস্ট ৩১: ফিলিস্তিনের স্বাস্থ্য  মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে জানায়, গত ২৮ আগস্ট থেকে জর্ডান নদীর পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরাইয়েলি হামলায় ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়,  গত ৩০ আগস্ট জর্ডান নদীর  পশ্চিম তীরের উত্তরাঞ্চলে এক প্রবীণ ব্যক্তিকে হত্যা করে ইসরাইয়েলি সেনারা। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় কুড়িতে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস) এদিন এক বিবৃতিতে জানায়, জর্ডান নদীর পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরাইয়েলি হামলার লক্ষ্যবস্তু জেনিন। এদিন হামাসের যোদ্ধারা একাধিক দিক থেকে জেনিনে প্রবেশ করে ইসরাইয়েলি সেনাদের সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)