আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন ২০২৩ সালে গৃহস্থালির বিদ্যুতের ব্যবহার ছাড়িয়ে গেছে। চীনে এখন গৃহস্থালিতে বিদ্যুতের এক তৃতীয়াংশ আসছে পরিবেশবান্ধব উৎস থেকে।
বৃহস্পতিবার চীনের তথ্য অফিসের প্রকাশিত ‘চীনের শক্তি পরিবর্তন’ শিরোনামের শ্বেতপত্রে গত এক দশকে চীনের জ্বালানির উৎস স্থানান্তরের ঐতিহাসিক অর্জনগুলো তুলে ধরা হয়।
তথ্যে দেখা যায়, চীন তার বার্ষিক গড় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ধরে রেখেছে এবং গত এক দশকে জ্বালানির চাহিদা বেড়েছে প্রতিবছর গড়ে ৩.২ শতাংশ হারে।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের নবায়নযোগ্য শক্তি ও নিউ এনার্জি বিভাগের মহাপরিচালক লি ছুয়াংচুন জানিয়েছেন, গত এক দশকে, প্রাকৃতিক গ্যাস ব্যবহারকারীর সংখ্যা ৫৬ কোটিতে উন্নীত হয়েছে, এবং শিল্প-কারখানায় তাপ তৈরিতে পারমাণবিক শক্তি ব্যবহারের পাইলট প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
ফয়সল/ঐশী
তথ্য ও ছবি: সিসিটিভি