অগাষ্ট ৩১: আফ্রিকা, আমেরিকা ও এশিয়ার ১০টি দেশে জরুরি মানবিক-সহায়তা দিতে ১০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সমন্বয় ব্যুরোর মুখপাত্র জেনস লেক গতকাল (শুক্রবার) জেনিভায় এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
মুখপাত্র আরও জানান, বরাদ্দের তিন ভাগের এক ভাগ অর্থ ইয়েমেন ও ইথিওপিয়ায় মানবিক-সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হবে। বাকি অর্থ ব্যবহৃত হবে মিয়ানমার, মালি, বুরকিনা ফাসো, হাইতি, ক্যামেরুন, মোজাম্বিক, বুরুন্ডি ও মালাউই-তে। এসব দেশ বছরের পর বছর ধরে চলে আসা সংঘাত এবং এল নিনোর প্রভাবে সৃষ্ট খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে আসছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব ও জরুরি ত্রাণ উপ সমন্বয়কারী জয়েস মসুয়া বলেন, জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি তহবিল হলো সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলার সর্বশেষ উপায়। তিনি আন্তর্জাতিক সমাজকে এই তহবিলে দান করার আহ্বানও জানান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)