প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে বীমার উন্নয়ন নিয়ে জাতীয় পরিষদের বৈঠক
2024-08-31 18:34:52

 

আগস্ট ৩১, সিএমজি বাংলা ডেস্ক: বীমা শিল্পে উচ্চমানের উন্নয়ন সংক্রান্ত একটি নির্দেশিকা নিয়ে আরও গবেষণার জন্য শুক্রবার জাতীয় পরিষদের নির্বাহী সভায় সভাপতিত্ব করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

 

বৈঠকে জনগণের জীবন-জীবিকা রক্ষা ও বৃদ্ধি, দুর্যোগ প্রতিরোধ এবং প্রকৃত অর্থনীতির সেবায় বীমা খাতের গুরুত্বে জোর দেওয়া হয়।

 

সভায়, প্রাতিষ্ঠানিক ভিত্তিকে মজবুত করা, বাণিজ্যিক বীমা এবং অন্যান্য বাজার ব্যবস্থার ভূমিকাকে পুরোপুরি কাজে লাগানো এবং বীমার কভারেজ ও পরিষেবা উন্নত করতে এ খাতের সক্ষমতা বাড়ানোকে এ খাতে পরবর্তী পদক্ষেপ হিসেবে ঠিক করা হয়েছে।

 

বীমার দুর্বল পয়েন্টগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে ভোক্তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা এবং ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থা উন্নত করার ওপরও জোর দেওয়া হয় বৈঠকে।

 

এ সময় বীমা শিল্পের প্রাতিষ্ঠানিক বাধাগুলো অপসারণ করা ও মূল্যায়ন পরিমার্জনেরও আহ্বান জানানো হয়। এক্ষেত্রে পুঁজিবাজার এবং প্রযুক্তিগত উদ্ভাবনে স্থিতিশীল দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা বলা হয়।

 

ফয়সল/ঐশী

 

তথ্য ও ছবি: সিসিটিভি