পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পাহাড়-ধ্বসে ১২ জন নিহত
2024-08-30 16:37:08

আগস্ট ৩০: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দির অঞ্চলে আজ (শুক্রবার) একটি পাহাড়ে ভূমি-ধ্বসে কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, ধ্বসে পড়া বাড়িঘর থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

(প্রেমা/হাশিম/ছাই)