আগস্ট ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নানশা ছুনতাও এলাকায় সিয়ানবিন চিয়াও প্রবাল প্রাচীরের ইকো সিস্টেম স্বাস্থ্যকর অবস্থায় আছে বলে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। শুক্রবার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়েছে, এই এলাকায় কোরাল ব্লিচিং এবং প্রবাল মরে যাওয়ার যে অভিযোগ ফিলিপাইন করেছে সেই অভিযোগ ভিত্তিহীন। ফিলিপাইনের অভিযোগকে খণ্ডন করা সম্ভব হয়েছে এই রিপোর্টের মাধ্যমে।
শান্তা/ফয়সল