আগস্ট ৩০, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি কমছে এবং ৪৮ ঘণ্টা পর্যন্ত আরও কমতে পারে। উত্তরাঞ্চলের নদীর পানিও কমছে এবং ৪৮ ঘণ্টা পর্যন্ত এগুলোয় স্বাভাবিক প্রবাহ থাকবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে দেশটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এ সময় এ অঞ্চলের সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, ফেনী, মুহরি, গোমতী ও তিতাস নদীর পানি কমতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলো পানিও কমতে শুরু করেছে। সংস্থার তথ্যানুযায়ী, ৪৮ ঘণ্টায় বাংলাদেশের উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এ সময় সাঙ্গু, মাতামুহুরি, কর্ণফুলী, হালদা ও অন্যান্য নদীর পানি কমতে পারে।
ফয়সল/শান্তা