অষ্টম চীন-আফ্রিকা শিল্পপতি সম্মেলন ৬ সেপ্টেম্বর বেইজিংয়ে উদ্বোধন করা হবে
2024-08-30 18:35:05

অগাস্ট ৩০: চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিল (সিসিপিআইটি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গঠিত ‘চীন-আফ্রিকা শিল্পপতি সম্মেলন’ হল চীন ও আফ্রিকার সহযোগিতা ফোরামের আওতায় দু’পক্ষের শিল্প ও বাণিজ্য মহলের সবচেয়ে উচ্চ স্তরের বাণিজ্যিক সম্মেলন। আজ (শুক্রবার) সিসিপিআইটির মুখপাত্র অষ্টম চীন-আফ্রিকা শিল্পপতি সম্মেলনের সংশ্লিষ্ট তথ্য জানিয়েছেন।

মুখপাত্র ওয়াং লিন  বলেন, অষ্টম চীন-আফ্রিকা শিল্পপতি সম্মেলন ৬ সেপ্টেম্বর বেইজিংয়ে উদ্বোধন করা হবে। শিল্প ও বাণিজ্য মহল সবসময় চীন-আফ্রিকা বন্ধুত্ব ও সহযোগিতার গুরুত্বপূর্ণ বন্ধন। চীন টানা ১৫ বছর ধরে আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে। আফ্রিকা হল চীনের দ্বিতীয় বৃহত্তম বিদেশি ঠিকাদার প্রকল্পের বাজার।

মুখপাত্র আরো বলেন, এবার সম্মেলনে আফ্রিকার বিভিন্ন দেশে অত্যন্ত গুরুত্বারোপ করে। বর্তমানে ৪৮টি আফ্রিকা দেশের ৪০৮টি প্রতিষ্ঠান, বাণিজ্য সমিতিসহ সংস্থার প্রতিনিধিরা অংশ নেবে।

জানা গেছে, চীন-আফ্রিকার শিল্পপতি সম্মেলন ২০০৩ সালে চালু হয়, প্রতি তিন বছর পর পর তা আয়োজন করা হয়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)