আগস্ট ৩০: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল (বৃহস্পতিবার) নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ওই অঞ্চলে ইসরায়লের সামরিক অভিযান বন্ধ করার দাবি জানিয়েছেন।
ডুজারিক বলেন, ২৮ আগস্ট জর্ডান নদীর পশ্চিম তীরের জেনিন, তুলকারেম ও তুবাসে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল, তাতে ব্যাপক হতাহত ও বেসামরিক অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। ইসরায়লের সামরিক অভিযানের কারণে স্থানীয় শিশুদের মৃত্যু ঘটেছে। এ সম্পর্কে গুতেরেস বলেছেন, ইসরায়লের সামরিক অভিযান হামাসের ক্ষমতা দুর্বল করলেও পশ্চিম তীরের উত্তেজনাময় পরিস্থিতিকে আরো গুরুতর করেছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় বিভাগের সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট থেকে পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে জেনিন, তুলকারেম ও তুবাসে অন্তত ১৫ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।
(সুবর্ণা/হাশিম/রুবি)