একচীন নীতি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি
2024-08-30 18:35:50

অগাস্ট ৩০: বিশ্বে শুধু একটি চীন দেশ আছে এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। একচীন নীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

 

জানা গেছে, ৫৩তম প্যাসিফিক দ্বীপ দেশ ফোরাম টংগার রাজধানী নুকু আলোফায় আয়োজিত হয়েছে। তাইওয়ান এতে প্রতিনিধি দল পাঠিয়ে যোগদান করতে চায়।

এ সম্বন্ধে চীনা মুখপাত্র বলেন, একচীন নীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং আন্তর্জাতিক সমাজের অভিন্ন চেতনা। ‘দুই চীন’ অথবা ‘এক চীন, এক তাইওয়ান’ প্রয়াস অবশ্যই ব্যর্থ হবে। তাইওয়ান কর্তৃপক্ষের আচরণ শুধুই আত্ম-প্রতারণা।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)